বাগেরহাটের রামপালে পিস্তল ও শর্ট গানের গুলিসহ জেলা আওয়ামী লীগ নেতার ছেলে ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার কালীগঞ্জ বাজারে ওই আ’লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদের রাইস মিল থেকে এদের আটক করা হয়। এসময় এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদের ছেলে আবু মাতলুব ও তার সহযোগী একরামুল হক রাজিব।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, আওয়ামী লীগ নেতা শেখ আবু সাইদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজারে তার রাইস মিলে অভিযান চালানো হয়। এসময়, তার ছেলে আবু মাতলুব ও সহযোগী একরামুল হক রাজিবকে আটক করা হয়। এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের পূর্বক আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রিফাত