ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

হাসপাতালে তিন মহিলা চোর আটক

নিজস্ব সংবাদদাতা নাঙ্গলকোট ,কুমিল্লা

প্রকাশিত: ১৭:০৪, ১৮ জানুয়ারি ২০২৫

হাসপাতালে তিন মহিলা চোর আটক

ছবি- জনকণ্ঠ

কুমিল্লার নাঙ্গলকোটে সরকারী হাসপাতাল থেকে তিন মহিলা চোরকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার ৫০ শয্যা হাসপাতালে সেবা নিতে আসা এক রুগীর গলা থেকে অলংকার নিয়ে পালানোর সময় তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন ব্রাক্ষনবাড়িয়া জেলার নাসির নগর এলাকার ধরমন্ডল গ্রামের রাজা মিয়ার মেয়ে নাজমা বেগম (৩০), আক্কাছ মিয়ার  মেয়ে দিলুরা বেগম (৩২), সোয়াব মিয়ার মেয়ে তাহামিনা আক্তার (২২)।

জানা যায়, সরকারি হাসপাতালে  দীর্ঘদিন যাবৎ একটি চোর চক্র সেবা নিতে আসা রোগিদের কাছ থেকে টাকা ও স্বানালংকা চুরি করে নিয়ে যাচ্ছে। শনিবার সকালে ঝাটিয়া পাড়া গ্রামের জাকির হোসেনের মেয়ে রেহানা বেগম নামের এক নারী তার অসুস্থ স্বামীকে ডাক্তার দেখানোর জন্য  রুগীর নামে  টিকিটের জন্য সিরিয়ালে দাঁড়ালে চোর চক্রের তিন মহিলা সদস্য তার গলা থেকে গলার অলংকার নিয়ে পালানোর সময় তাদেরকে হাতেনাতে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপার্দ্য করে।

এ বিষয় নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, আমরা খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে ৩ জন মহিলা চোরকে আটক করে থানা নিয়ে আসি । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্যা নেওয়া হচ্ছে। 

সরকারী হাসপাতালের দ্বায়িত্বরত ডাক্তার শহিদুল ইসলাম বলেন, রোগীর গলা চেপে  চেইন টান দেয়। এইসময় সে চিৎকার দিলে স্থানীয়রা এসে তাদেরকে আটক করে । পরে আমরা থানায় পুলিশ কে অবগত করলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।  
 

মনিষা মিম

×