ছবি: সংগৃহীত।
কুষ্টিয়ার ভেড়ামারায় ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় সাবেক ছাত্রলীগ নেতা রজব সরকারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালি এলাকায় এ ঘটনা ঘটে। ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনার কাশীনাথপুর এলাকার ছাগল ব্যবসায়ী জহুরুল এবং ঈশ্বরদীর শেখপাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় যান। হাওয়াখালি এলাকায় পৌঁছালে রজব সরকার ও দুর্জয় নামের দুই ব্যক্তি ভুয়া পুলিশ পরিচয়ে তাদের পথরোধ করে। অবৈধ মালামাল বহনের অভিযোগ তুলে ব্যবসায়ীদের মারধর শুরু করে।
ব্যবসায়ীরা চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দুই ভুয়া পুলিশকে আটক করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রজব সরকারের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন এবং দুর্জয়ের কাছ থেকে একটি বিদেশি চাকু উদ্ধার করে।
ভুক্তভোগী জহুরুল জানান, আমাদের থামিয়ে পকেট তল্লাশি করতে থাকে। সন্দেহ হলে আমরা চিৎকার করি। পরে স্থানীয়রা এসে তাদের ধরে ফেলে। আমরা সেখান থেকে পালিয়ে যাই।
ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, আটকদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সায়মা ইসলাম