ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

ও আই সি, আরব লীগ মৃত:নতুন ইসলামিক ইউনিটির দাবি মাহমুদুর রহমানের

প্রকাশিত: ১৪:৫১, ১৮ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৪:৫২, ১৮ জানুয়ারি ২০২৫

ও আই সি, আরব লীগ মৃত:নতুন ইসলামিক ইউনিটির দাবি মাহমুদুর রহমানের

ও আই সি, আরব লীগ এ সমস্ত সংগঠনগুলো কোন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তার মতে এসব প্রতিষ্ঠান বর্তমানে মৃত। তিনি মুসলিম বিশ্বকে আহ্বান করেন নতুন কোন ইসলামিক ইউনিটির দিকে এগোতে। 

তিনি বলেন ইসরাইলের সাথে যেসব দেশের কূটনৈতিক সম্পর্ক আছে কোন দেশ সেই কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেনি। এমনকি প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়ে তারা কূটনৈতিক সম্পর্ক সাসপেন্ডও করেনি।

গাজা নিয়ে এক সেমিনারে আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন,পশ্চিমারা মুখে বলে তারা সারা বিশ্বে গণতন্ত্র চায়। কিন্তু বাস্তবতা হচ্ছে পশ্চিমারা মুসলিম দেশগুলোতে গণতন্ত্র চায় না। মুসলিম দেশগুলোতে হয় রাজতন্ত্র না হয় পরিবর্তন তো না হয় স্বৈরতন্ত্র আছে।

তিনি বলেন ওআইসির ৫৭ টা মুসলিম দেশের সবগুলোতে যদি গণতন্ত্র দেওয়া হয় তাহলে একটা দেশেও রাজা-বাদশা থাকবে না। প্রত্যেকটা দেশে জনগণের সরকার নির্বাচিত হবে। কোন দেশেই রাজতন্ত্র থাকবে না। 

গত ১৫ মাস ধরে গাজায় গণহত্যা চলেছে। প্রতিবাদে পশ্চিম কয়েকটি দেশ ,আমেরিকা ,ইংল্যান্ড এইসব দেশগুলোতে প্রতিবাদ হয়েছে কিন্তু দুঃখের বিষয় মুসলিম দেশগুলোতে সেরকম কোন প্রতিবাদ দেখা যায়নি। 

আফরোজা

×