ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

গায়েবি মামলা প্রত্যাহারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৩, ১৮ জানুয়ারি ২০২৫

গায়েবি মামলা প্রত্যাহারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন করেছে বৃদ্ধ মা হাজী আয়েশা

ঢাকার কেরানীগঞ্জে লঞ্চ ব্যবসায়ী ছেলে মোঃ আশরাফুল আলম জাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার বৃদ্ধ মা হাজী আয়েশা বেগম।

আজ (১৮ জানুয়ারী) শনিবার  দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ ১ নং বাড়ির রোডে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজী আয়েশা বেগম জানান, তার ছেলে মোঃ আশরাফুল আলম জাহিদ একজন প্রতিষ্ঠিত লঞ্চ ব্যবসায়ী। সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। কে বা কারা ঢাকার ধানমন্ডি থানায় তার ছেলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।
 
এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা অপর একটি মামলায় এজাহারে তার ছেলের নাম না থাকা সত্ত্বেও ওই মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে। এসব গায়েবি মামলায় তার পরিবার হতবাক।

এসব মামলায় তার ছেলে মোঃ আশরাফুল আলম জাহিদ এখন জেল হাজতে। 

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব গায়েবি মামলার তার পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

×