ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

বরিশালে

সাকুরা পরিবহনের বাসের ধাক্কায় সেনা সদস্য’র স্ত্রী নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০১:১৭, ১৮ জানুয়ারি ২০২৫

সাকুরা পরিবহনের বাসের ধাক্কায় সেনা সদস্য’র স্ত্রী নিহত

ছবি : সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী সাকুরা পরিবহনের ধাক্কায় হোসনে আরা বেগম নামের এক সেনা সদস্যর স্ত্রী নিহত হয়েছেন। এসময় সেনা সদস্য ও তার আড়াই বছর বয়সের ছেলে গুরুত্বর আহত হয়েছেন।

আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে ঢাকার সিএমএইচে প্রেরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে দুধলমৌ বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসনে আরা (৩২) ঢাকার ধামরাই থানার বাসিন্দা ও লেবুখালী ক্যান্টনমেন্টের কর্মরত ল্যাঃ কর্পোরাল মো. বুলবুলের স্ত্রী।

একই দূর্ঘটনায় আহতরা হলেন-সেনা সদস্য বুলবুল (৩৫) ও তার শিশু ছেলে আদিয়ান।

আহত বুলবুল লেবুখালী ক্যান্টনমেন্টের ৪৪ বীর ইউনিটে ল্যাঃ কর্পোরাল হিসেবে কর্মরত রয়েছেন। চাকরির সুবাদে তিনি দুধলমৌ এলাকায় স্ব-পরিবারে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনা সদস্য স্ব-পরিবারে মোটরসাইকেলযোগে লেবুখালী ক্যান্টনমেন্ট বাজার থেকে বাসায় যাওয়ার পথে দুধলমৌ বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ড নামকস্থানে পৌঁছলে পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহন সেনা সদস্যর মোটরসাইকেলের পিছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে সেনা সদস্যর স্ত্রী হোসনে আরা নিহত ও বুলবুল মাথায় আঘাতপ্রাপ্ত ও তার শিশু ছেলে আহত হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘাতক সাকুরা পরিবহনটি লেবুখালী ক্যান্টনমেন্টের সেনাবাহিনী জব্দ করেছে।

তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। 


অপরদিকে একইদিন রাত আটটার দিকে বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রিজ নামকস্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

নিহত মো. ফয়সাল (১৮) কবাই ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। একই দূর্ঘটনায় নিহতের বন্ধু মুশফিক ও রাকিব হোসেন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

/মো. মহিউদ্দিন

×