ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

বাগেরহাটে চাঁদাবাজি সেতু নির্মাণে বাধার  প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২১:৩৫, ১৭ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে চাঁদাবাজি সেতু নির্মাণে বাধার  প্রতিবাদে বিক্ষোভ

.

কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের শাখারীকাঠি এলাকায় চাঁদা দাবি  করে ব্রিজ নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে রাসেল শেখ (২৭) নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার সকালে বাঁধাল ইউনিয়নের শাখারীকাঠি-মসনি সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 
সাব-কন্ট্রাক্টর শেখ তান্জু বলেন, রাসেল গত ২/ ৩ দিন ধরে আমার কাজের স্থানে ১৪/১৫ জন লোক নিয়ে আমার মিস্ত্রীদেরর দেশীয় অস্ত্রের দেখিয়ে হুমকি দেয় কাজ বন্ধ করার। এক পর্যায়ে আমার সঙ্গে কথা বলে মীমাংসার করার জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করে।
তবে অভিযোগ অস্বীকার করে রাসেল শেখ বলেন, আমি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ মিথ্যা অপবাদ রটাচ্ছে। অপরদিকে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীন কচুয়া উপজেলার মাদারতলা-জোবাই সড়ক, লড়ারহাট-লড়ারকুল সড়ক ও কচুয়া-বাদামতলা সড়কের ৯ কোটি টাকার কাজে স্থানীয় প্রভাবশালী এক বিএনপি নেতা মোটা অংকের চাঁদা দাবী করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে। 

×