ছবি: সংগৃহীত
আবারও পিছিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সম্মেলন। প্রায় এক দশক পর অনুষ্ঠেয় এ সম্মেলনের তারিখ পুনরায় পরিবর্তন করা হয়েছে। প্রথমে ২৮ ডিসেম্বর নির্ধারিত হলেও পরে তা পিছিয়ে ১৮ জানুয়ারি করা হয়। তবে এবারও অনিবার্য কারণে সম্মেলন স্থগিতের কথা জানানো হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সম্মেলন হওয়ার কথা থাকলেও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজম মোরশেদ আল মামুন লিটন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী এ তারিখে সম্মেলন হচ্ছে না। অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি "অনিবার্য কারণ" উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, (২০ জানুয়ারি) সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হবে। এর আগে সম্মেলনের দু’দিন আগে (২৬ ডিসেম্বর) জেলা বিএনপি’র সদস্য সচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ২৮ ডিসেম্বরের পরিবর্তে ১৮ জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন হওয়া না হওয়ার বিষয়টি দু’পক্ষের অস্তিত্বের লড়াই হিসেবে দেখা হচ্ছিল। আবারো সম্মেলন পিছিয়ে পড়ায় আয়োজনকারি পক্ষ কিছুটা হলেও বিব্রতকর অবস্থায় পড়েছে। অন্যদিকে কথা না রেখে সম্মেলন প্রতিহতের ডাক দিয়ে দুই নেতাকে শোকজের ঘটনা আরেকটি পক্ষকে অস্থিরতার মধ্যে ফেলেছে। বৃহস্পতিবার হওয়া ওই পক্ষের এক সমাবেশে একাধিক সাবেক এম.পিসহ সিনিয়র নেতারা উপস্থিত না থাকার বিষয়টি তাদেরকেও অনেকটা বেকায়দায় ফেলেছে।
দলীয় নেতা-কর্মীরা জানান, প্রথমে ২৮ ডিসেম্বর জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এক দফা পিছিয়ে ১৮ জানুয়ারি সম্মেলননের নতুন তারিখ নির্ধারণ করা হয়। স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ ও সম্মেলন পিছাতে এক পক্ষের দাবি মেনে নিয়েই নতুন তারিখ ঘোষণা করা হয়। নতুন তারিখ ঘোষণা ও আংশিক ভোটার তালিকা প্রকাশের পরও একটি পক্ষ এখন আবার একই দাবি তুলেছে। ভোটার তালিকা প্রণয়নে ত্যাগিদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তোলা হয়।
রাসেল