ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে এক শিশু নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১১:০৩, ১৭ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে এক শিশু নিহত

ছবিঃ জনকণ্ঠ

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডে দেড় শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভিতর পুড়ে এক রোহিঙ্গা শিশু নিহত হশপছ। আহত হয়েছে ৫জন।

নিহত শিশু টেকনাফ ক্যাম্প ২৬ এর জি-২ ব্লকের মো. ইব্রাহিমের মেয়ে আয়েশা সিদ্দিকা(৫)। বিষয়টি নিশ্চিত করে নয়াপাড়া মুচনী ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম
জানান, হঠাৎ করে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে টেকনাফ নয়াপাড়া মুচনী ২৬ নম্বর ক্যাম্পে জি ব্লকে আগুন লাগে। পরে রোহিঙ্গারা ও ক্যাম্পের ফায়ারসার্ভিসের সদস্যরা এক ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে নিজ কক্ষের ভিতরে আয়েশা সিদ্দিকা নামে এক শিশু পুড়ে মারা যায় । এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। 
টেকনাফ ২৬ নম্বর ক্যাম্পের ইনচার্জ ( সিআইসি) মো. মোস্তাক আহমেদ  জানান, ২৬ নম্বর ক্যাম্পে আগুনে পুড়ে ১ শিশু নিহত ও আহত হয়েছে ৫ জন। দেড় শতাধিক বস্তি ঘর পুড়ে গেছে।

জাফরান

×