বাংলাদেশের যত নাগরিকের সীমান্তে হত্যা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে।কুড়িগ্রামে “মার্চ ফর ফেলানী” কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম এ কথা বলেন।
সারজিস আলম আরো বলেন, সীমান্ত যদি ফেলানীর মত আরও কোন ভাইবোনের লাশ ঝুলে থাকে তাহলে লংমার্চ করে কাঁটাতার ভেদ করে আপনারা এগিয়ে যাবেন।নতুন বাংলাদেশের ছাত্র জনতা নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না।
সারজিস আলমের কঠোর হুঁশিয়ারি, আগামীতে বাংলাদেশের যারাই ক্ষমতায় আসুক না কেন ,সে দল যদি ক্ষমতায় টিকে থাকার জন্য কোন দেশের দালালি করে তাহলে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মত ।
এছাড়াও,কর্মসূচীতে সীমান্তে মরণাস্ত্র বন্ধ করা,ফেলানীর নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আবাসিক ভবনের নামকরণ করা,সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ এবং কুড়িগ্রামের চরাঞ্চলে মানুষের জীবন-জীবিকা উন্নত করতে নদী সংস্কারের ৫ দফা দাবি জানান সারজিস আলম।
আফরোজা