ছবি - জনকণ্ঠ
ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে গরু চুরির হিড়িক পড়েছে।বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ কে এম টেক এলাকার আতাউল হক চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার কৃষক মো. ইউসুফ ও বদিউল আলম পরস্পর প্রতিবেশী। প্রতিদিনের মতো তারা গরুগুলো গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন।চুরি হওয়া গরুগুলোর মধ্যে বড় ষাড় ১ টি,গাভী ৩টি , বাছুর ২ টি রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা।
এদিকে,একই এলাকা থেকে এক রাতে এতগুলো গরু চুরির ঘটনায় কৃষক ও খামারীদের মাঝে আতংক দেখা দিয়েছে।
গরুর মলিক ইউসুফ বলেন রাতে গোয়াল ঘরে গরু বেঁধে ঘুমাতে যাই। ভোরে উঠে দেখি গোয়ালঘরের দরজার তালা ভাঙ্গা। ভেতরে গিয়ে দেখি ঘরে গরু নেই। এদিকে,এ উপজেলার রোসাংগিরী ইউনিয়নে গোয়ালঘরের গরু রক্ষার্থে এখানকার কৃষকেরা রাত জেগে পাহারা দিচ্ছেন। গেল তিন মাসে ঐ এলাকা থেকে ৯ টি গরু চুরি হয়। অপরদিকে, উত্তর ফটিকছড়ির নারায়নহাট থেকে সংঘবদ্ধ চোরের দল গরু চুরি করে ট্রাক দিয়ে নিয়ে যাওয়ার সময় কাটিরহাটে ধরা পড়ে।
মনিষা মিম