গত রাত টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়াবহ আগুনের সূত্রপাত হয় ,এতে মারা যায় এক শিশু।বৃহস্পতিবার রাত দশটায় ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি ঘরে আগুন লাগে এবং সেখান থেকে মুহূর্তেই পুরো ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে।
ক্যাম্প ইন চার্জ বলেছে আগুনে পুড়েছে শতাধিক ঘর দোকান পাট সহ বিভিন্ন স্থাপনা।আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার শেষ সম্বলটুকু বাঁচাতে পারেনি অনেকেই ,আগুনের হাত থেকে নিজের সামান্য জিনিসপত্রও রক্ষা করতে পারেননি।
আগুন নিয়ন্ত্রণ করতে ক্যাম্পের বাসিন্দাদের সাথে যোগ দেনে আইনশুঙ্খলা বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ।রাত পোৗনে বারোটা পর্যন্ত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে।
আশেপাশের স্কুল,মসজিদ,মাদ্রাসায় আগুনেঘর হারানোদের আশ্রয়ের জন্য জায়গা দেওয়া হয়।
আফরোজা