সংবাদ সম্মেলনের ছবি
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের সেবাখোলায় দুই নারীকে গণধর্ষনের আলোচিত ব্যক্তি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী বলে দাবী করেছেন বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল। বৃহস্পতিবার বিকেলে বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল ও সহযোগী সংগঠনের একাংশের আয়োজনে উপজেলা যুবদলের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবী করা হয়।
লিখিত বক্তব্যে যুবদল নেতা জসিম উদ্দিন ও আমজাদ হোসেন বলেন, গণধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত কথিত যুবদল নেতা মহসিন গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত যুবদলের নেতা-কর্মীরা অভিযুক্ত মহসিনকে দলে অন্তর্ভূক্ত করেন। গত বিজয় দিবসে মহসিন মোবাশ্বের আলম ভূঁইয়ার ছবি ব্যবহার করে বাঙ্গড্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফেস্টুন লাগায়। এছাড়া মহসিনের সাথে গণধর্ষণ মামলার ৬নং আসামী কবির আহম্মদও বাঙ্গড্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক হিসাবে মোবাশ্বের আলম ভূঁইয়ার ছবি ব্যবহার করে বাঙ্গড্ডা ইউনিয়নের ফেস্টুন লাগান যার প্রমাণ আমাদের কাছে রয়েছে।
তারা আরো বলেন, মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী যুবাদল নেতা-কর্মীদের সংগঠন বিরোধী কর্মকান্ডের কারণে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো সর্বমহলে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য বিএনপি ও যুবদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মাহবুবুল হক, যুবদল নেতা ইমাম হোসেন, নাজমুল হাসান, মনোহর আলী, শাহীন, সুমন, আবু তাহের, জামাল হোসেন, সেচ্ছাসেবক দল আহবায়ক মাইন উদ্দিন, ছাত্রদল নেতা মাসুদ আলম প্রমূখ।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারী উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের সেবাখোলায় যুবদল নেতা মহসিনের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি দুই নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে পাশেই একটি স‘মিলে গণধর্ষন করে। এ ঘটনায় এক নারী বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন। এ পর্যন্ত পুলিশ এক আসামীকে গ্রেফতার করেছে।
রাসেল