ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১

বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট অভিযান

প্রকাশিত: ০০:২২, ১৬ জানুয়ারি ২০২৫

বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট অভিযান

দেশব্যাপী বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করছে। গত (১৪ জানুয়ারি) অভিযানে ইটভাটা, যানবাহন, এবং পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের আওতায় ২৪ লাখ টাকারও বেশি জরিমানা আদায়, ৯টি ইটভাটা বন্ধ, এবং একাধিক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

রংপুর, নীলফামারী, ময়মনসিংহ, মানিকগঞ্জ, এবং কুড়িগ্রামে পরিচালিত ৫টি মোবাইল কোর্টে ১৩টি মামলার মাধ্যমে ২২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ২টি ভাটার কাঁচা ইট ধ্বংস এবং ৭টি ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে ঢাকার মুগদা, ধানমণ্ডি, শাহআলী এবং রংপুরে পরিচালিত ৪টি মোবাইল কোর্টে ৮টি মামলায় ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ৫টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

ঢাকার যাত্রাবাড়িতে বিশেষ অভিযানে ৬টি যানবাহনের চালককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফরিদপুরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহ রোধে অভিযান চালানো হয়। এতে ২টি মামলায় ১,৫০০ টাকা জরিমানা আদায় এবং ৮২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ২টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমে পরিবেশ অধিদপ্তরের কর্মীরা বায়ুদূষণ রোধে তৎপর রয়েছে। অধিদপ্তর জানায়, এই অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

আশিক

×