ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

বরিশালে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২৩:৫৭, ১৫ জানুয়ারি ২০২৫

বরিশালে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ

জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের শৌলা লঞ্চঘাটে রাজহংস-৮ লঞ্চে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা ইলিশ জব্দ করেছে কোষ্টগার্ডের সদস্যরা। 

বুধবার দিবাগত রাতে বাংলাদেশ কোষ্টগার্ডের দক্ষিণ জোনের হিজলা ষ্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম বদরুল আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে অভিযান চালিয়ে লঞ্চের ভিতর ড্রামে থাকা পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৫ মন জাটকা জব্দ করা হয়েছে। অভিযান টের পেয়ে মাছের মালিকরা পালিয়ে গেছে। 

তিনি আরও জানান, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিম খানায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

রাজু

×