ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

রায়গঞ্জে সেতুর রেলিং ভাঙা, ঝুঁকিতে চলাচল

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২০:৩৩, ১৫ জানুয়ারি ২০২৫

রায়গঞ্জে সেতুর রেলিং ভাঙা, ঝুঁকিতে চলাচল

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঝিনাইগাড়ী দহের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজ

রায়গঞ্জ উপজেলার পৌরসভা এলাকার পূর্ব লক্ষ্মীকোলা সড়কের ঝিনাইগাড়ী-দহের ওপর নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইতোমধ্যে ব্রিজের দুই পাশের রেলিং ভেঙে পড়েছে। রেলিং ভেঙে যাওয়ায় চরম ঝুঁকিতে চলাচল করছে হাজার হাজার মানুষ। একদিকে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপরদিকে রেলিং ছাড়া যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়তিই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তাই ব্রিজটি ভেঙে নতুন করে নির্মাণ করা অথবা দ্রুত মেরামত করার দাবি পথচারী ও স্থানীয়দের।
সরেজমিনে জানা যায়, উপজেলা পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীকোলা জুমাপাড়া  উপর অনেক আগে একটি ছোট করে ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি ছোট হওয়ার কারণে পাশেই আরও একটি ব্রিজ নির্মাণ করা হয়। দুটি ব্রিজের স্থাপনা সমান্তরাল না হওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই ব্রিজ দিয়ে পথচারী এবং ভ্যান-রিক্সা ছাড়া আর অন্য কোনো যানবাহন চলাচল করতে পারত না। ইতোমধ্যে ব্রিজটির মেয়াদকাল শেষ হওয়ায় ব্রিজের পিলার এবং রেলিং সবকিছুই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভেঙে গেছে দুই পাশের রেলিং।
স্থানীয় লক্ষ্মীকোলা জুমাপাড়ার আব্দুল বাছেদ সরকার, ডা. আব্দুস ছালাম, সোহেল রানাসহ অনেকে জানান, এই ব্রিজটি ২৫ বছর আগে তৈরি হলেও দুই পাশের রেলিং ভেঙে গেছে অনেক আগে। ঝুঁকিপূর্ণ ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন এই এলাকার প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষের যাতায়াত। দুই দিকের রেলিং না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আমাদের সামনে কয়েক দিন আগেও সাইকেল চালক ব্রিজ থেকে নিচে পরে আহত হয়। অটোরিকশা চালক মজিবর, মালেক, রাশেদ, হযরত বলেন, ব্রিজে দুই দিকে রেলিং না থাকায় খুবই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এই ব্রিজের ওপর একটা অটোরিক্সা উঠলে আর কোনো গাড়ি যেতে পারে না। দশম শ্রেণির শিক্ষার্থী সাবিনা খাতুন ও আশিক আহম্মেদ বলেন, ব্রিজের দুই দিকে রেলিং না থাকায়। একটি গাড়ি ব্রিজে উঠলে আমরা খুব ভয়ে পার হই। রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মোশারফ হোসেন আকন্দ বলেন, পূর্ব লক্ষ্মীকোলা জুমাপাড়ার ঝিনাইগাড়ী-দহের ওপর ব্রিজটি খুব ঝুঁকিপূর্ণ। এখানে বড় একটা ব্রিজ করা দরকার। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ জানান, এই ব্রিজের বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে, অনুমোদন পাইলে কাজ শুরু হবে।

×