ছবি: জনকন্ঠ
চট্টগ্রামের মীরসরাই পৌরসভার বিএনপির উদ্যোগে সন্ত্রাস, রাহাজানী, খুন চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় মীরসরাই পৌরসভা বিএনপি'র আহ্বায়ক মহি উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামরুল হাসান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামসেদ আলম, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, ইকবাল হোসেন, খায়ের উল্যাহ, সদস্য শেখ আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য রবিউল হোসেন সাইফুল, পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ।
এছাড়াও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসাইন, পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসাইন মাসুম, পৌরসভা মহিলা দলের আহ্বায়ক নাজনিন আক্তার মৌসুমী, সদস্য সচিব আবিদা সুলতানা, সদস্য মেরিনা আক্তার, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোশারফ হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, মীরসরাই উপজেলা গিয়াস উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আকবর বাদশা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শামসুল আলম লাতু, ৩নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নুর নবী ভাষানী, সাবেক ছাত্র নেতা রুহুল আক্তারসহ মীরসরাই পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাহিদা