ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

মুকসুদপুরে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও শীত বস্ত্র বিতরণ

শরিফুল রোমান

প্রকাশিত: ১৮:৪৫, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:১৪, ১৫ জানুয়ারি ২০২৫

মুকসুদপুরে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও শীত বস্ত্র বিতরণ

ছবি: জনকন্ঠ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের গোবিন্দপুর ইউনিয়নের বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। 

বুধবার (১৫ জানুয়ারি) বিকালে সালিনাবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোবিন্দপুর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি এ সম্মেলন ও শীত বস্ত্র বিতরণের আয়োজন করে। 

গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব এম মিঠু লস্কারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জনকণ্ঠের অনলাইন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজু, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা মাহবুব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল কাইয়ুম মুন্সি।  

অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন উপজেলা মহিলা দলের সভানেত্রী জোহরা আলম, কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আশিক মুন্সী, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী মুন্সী, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল খান, সম্পাদক নয়ন শেখ।

সম্মেলন শেষে ২ ও ত নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। তারপরে অতিথিবৃন্দ এলাকার হত দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। 

নাহিদা

×