প্রতীকী চিত্র
রাজধানীর কাঠালবাগান এলাকার একটি বাসা থেকে হাবিব উল্লাহ (৩৪) নামে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাসার দরজা ভেঙে ফ্যানের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস লাগানো ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কলাবাগান থানা পুলিশ উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, হাবিবুল্লাহর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। তার বাবার নাম আবুল কালাম আজাদ। বর্তমানে কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের ১১/৩ নম্বর বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন।
তিনি আরও উল্লেখ করেন, খবর পেয়ে বুধবার দুপুরে ওই বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। পরে ফ্যানের হুকের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় তাকে। পরবর্তীতে মরদেহটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মনিষা মিম