ছবিঃ জনকণ্ঠ
আজ (১৫ জানুয়ারি ) বুধবার দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় কেরানীগঞ্জ উপজেলার সিনিঃ মৎস্য কর্মকর্তা সেলিম রেজার নেতৃত্বে একটি মৎস্য অভিযান পরিচালিত হয়। অভিযানে হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানে ০৪টি বাস (ঢাকা মেট্রো -ব- ১৯০০২৮, ঢাকা মেট্রো -ব- ১২৩৩৭৪, ঢাকা মেট্রো -ব- ১২৩৩৮৩, ঢাকা মেট্রো -ব- ১২৩৭৭৮) তল্লাশি করে ২১০০ কেজি জাটকা উদ্ধার করেন।
উদ্ধারকৃত জাটকা ১৪ টি মাদ্রাসা ও এতিমখানা এবং ১৭৫ জন দুঃস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, একদল অসাধু মৎস্য ব্যবসায়ী নিষিদ্ধ জাটকা মাছ নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা ধলেশ্বরী টোলপ্লাজায় অভিযান চালিয়ে ২১০০ কেজি জাটকা মাছ জব্দ করি। জব্দকৃত মাছ বিনামূল্যে এতিম খানায় দান করা হয়েছে। জাটকা সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জাফরান