ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

আদিবাসী শব্দ বাতিল ইস্যুতে শিক্ষার্থীদের পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৪

প্রকাশিত: ১৪:৫৫, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৫:০৩, ১৫ জানুয়ারি ২০২৫

আদিবাসী শব্দ বাতিল ইস্যুতে শিক্ষার্থীদের পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৪

ছবি: সংগৃহিত।

রাজধানীর মতিঝিলে স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত চার আদিবাসী শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার দুপুরে এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) সংলগ্ন মেট্রোরেলের নিচে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে রয়েছেন রূপায়া (২৪), ইসাবা (২৫), রেংইয়ংরূ (২৭) এবং ধনজেত্রা (৩২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের আঘাত গুরুতর নয়। তাদেরকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনটি সম্প্রতি এনসিটিবির বিরুদ্ধে পাঠ্যবই থেকে 'আদিবাসী' শব্দটি বাদ দেওয়ার অভিযোগ তোলে। গত ১২ জানুয়ারি এনসিটিবি ঘেরাওয়ের পর রাতেই অনলাইন সংস্করণ থেকে একটি চিত্রকর্ম সরিয়ে ফেলা হয়। এ ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।

ঘটনার সময় এনসিটিবি এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরবর্তীতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সায়মা ইসলাম

×