সড়ক অবরোধ কর্মসূচি
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর ম্যাটস এর শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে ফরিদপুর শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুরে উদ্যোগে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক তাজউদ্দিন তাজ।
এছাড়া আজকের আজ থেকে ষাট দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জনসহ একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন তালা দিয়ে ম্যাটসের সম্মুখ সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। এই অবরোধকালে ব্যস্ততম কোর্ট পাড়ের সামনের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়।
অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর সমন্বয়ক আদনান আহমেদ, ম্যাটসে্র প্রথম বর্ষের শিক্ষার্থী তালহা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাফি, মো: সজিব শেখ, সিয়াম, মীম ও হযরত আলী প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীতে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে হুশিয়ারি ব্যক্ত করেন। ঘণ্টাখানেক পরে তারা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।
এম হাসান