ছবি : জনকণ্ঠ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রাম। তিন জেলার সীমান্তবর্তী উপজেলার উধুনিয়া ইউনিয়নের এই গ্রামে চুরি রোধে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন গ্রামবাসী। পুুলিশেরও অনুমোদন আছে রাত জেগে পাহারা দেবার কাজে। প্রতি রাতে ৪০ জন কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে লাঠি-টর্চ লাইট নিয়ে গ্রামে টহল দিচ্ছেন। প্রত্যেক পাহারাদারের হাতেই থাকছে টর্চলাইট ও লাঠি। প্রতি রাতে পাহারার ব্যবস্থা থাকায় গ্রামের মানুষের মাঝে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন অনেকেই।
জানা গেছে, সিরাজগঞ্জ, নাটোর ও পাবনা এই তিন জেলার সীমান্তবর্তী উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামের একটি দোকান থেকে সম্প্রতি মালামাল ও নগদ টাকা চুরি হয়। এতে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে গ্রামবাসী বৈঠক করে গ্রাম পাহারার সিদ্ধান্ত নেন এবং ৪০ জন সদস্য বিশিষ্ট পনেরোটি গ্রুপ করে। প্রতি রাতে ৪০ জনের একটি গ্রুপ গ্রামে প্রবেশের রাস্তায় তল্লাশি ও পুরো গ্রামে টহল দেন। তেলিপাড়া গ্রামের হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধ হয়ে চুরি ঠেকাতে পাহারা দিচ্ছেন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, গ্রামে চুরি-ডাকাতি রোধে গ্রামের মানুষ এ পাহারার ব্যবস্থা করেছেন। পুলিশও এ কাজে সহায়তা করছে। বিল অঞ্চলের এই গ্রামগুলো দুর্গম। জনগণের সহায়তা ছাড়া পুলিশ এককভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে এমনটা নয়। আমরা প্রত্যেক গ্রামের মানুষকেই সচেতন থাকার আহ্বান জানিয়েছি। রাতে পাহারা দেয়া লোকজনের সাথে আমাদের সংশ্লষ্ট ইউনিয়নের দায়িত্বরত পুলিশের সার্বক্ষণিক যোগাযোগ আছে।
JF