ছবি : সংগৃহীত
কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের নেতা গোলাম রব্বানী টিপু হত্যায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, গ্রেপ্তার তিনজনই সরাসরি হত্যাকাণ্ডে জড়িত। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করেননি পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, বিকালে তিনজনকে মৌলভীবাজার থেকে একসাথে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, বুধবার সকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
গোলাম রব্বানী টিপুকে (৫৪) বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে গুলি করে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা সিটি করপোরেশনের আরেক সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, টিপুর বন্ধু মেজবাহ উদ্দিন ভুট্টো গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হলেও শুনানির দিন নির্ধারণ হয়নি।
মনিষা মিম