ছবি: সংগৃহীত
চোখের সমস্যার কারণে ইরতিজা নামের দেড় বছরের এক শিশুকে মঙ্গলবার বিকালে ধানমন্ডি আই হসপিটালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা শিশুটির বাম চোখে ময়লাজাতীয় বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন। পরে অ্যানেস্থেসিয়া দিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নেয়া হয় অস্ত্রোপাচার কক্ষে। অস্ত্রোপাচার শেষে পরিবারের সদস্যরা দেখতে পান বাম চোখের বদলে অস্ত্রোপাচার হয়েছে ডান চোখে। এমনকি চিকিৎসকরা এটা ধরতেও পারেননি। পরিবারের সদস্যরা বলার পর আবার বাম চোখে অস্ত্র পাচার করা হয়।
এদিকে ঘটনার পর হাসপাতাল থেকে শিশুটিকে ছাড় না দিয়েই পালিয়ে যান ডাক্তার। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে স্বজনেরা বলছেন, চিকিৎসকের লাইসেন্স বাতিল করা বিচার করার কথা।
ধানমন্ডি থানার পুলিশ বলেছেন, ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালটির প্রধান নির্বাহী।
JF