টিপু
কক্সবাজারে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শাহরিয়ার পাপ্পু (২৯), গোলাম রসুল (২৫) ও ঋতু (২৩)। তাদের মৌলভীবাজারের কাপনা পাহাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার থেকে জেলা পুলিশের একটি দল মৌলভীবাজারে অবস্থান করছিল। একপর্যায়ে গতকাল সোমবার মধ্যরাতে টিপুর সঙ্গে কক্সবাজার ঘুরতে আসা নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার তিনজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। এদের মধ্যে ওই নারী কক্সবাজার ঘুরতে এসে কাউন্সিলর টিপুর সঙ্গে হোটেলে উঠেছিলেন। তবে ঘটনার পর থেকে তার সন্ধান মিলছিল না। এছাড়া অপর দুইজন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে।
শহীদ