ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

পদ্মা সেতুর  রেল

সংযোগ পিলারের মাটি  কাটা বন্ধের দাবিতে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ২৩:৩৩, ১৪ জানুয়ারি ২০২৫

সংযোগ পিলারের মাটি  কাটা বন্ধের দাবিতে  মানববন্ধন

.

পদ্মা সেতুু রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে অবৈধভাবে মাটিকাটা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গ্রামবাসী।
মঙ্গলবার উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া এলাকায় প্রকল্পের ক্ষতিগ্রস্ত স্থানে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। খাসকান্দি ও চরপানিয়াসহ অন্তত ১১টি গ্রামের কয়েকশ’ মানুষ এতে অংশ নেন। ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তদের অভিযোগ- সরকার পরিবর্তনের সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে, রাতের আঁধারে অবৈধভাবে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে মাটি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে ইটের ভাঁটিতে। এতে প্রকল্পের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি, কয়েকটি গ্রামের সড়কপথের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত অবৈধ মাটিকাটা বন্ধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানানো হয়। 
এ সময় বক্তব্য রাখেন, বালুচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোতালেব, চরপানিয়া গ্রামের আলিম উদ্দিন, শাহজালাল, মাইজুল ইসলাম, মজিবর মুন্সী ও আবদুর রহমানসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

×