খানসামার গোয়ালডিহি ইউপির নলবাড়ী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলায় উপস্থাপিত প্রজেক্ট
দেশের বিভিন্ন অরক্ষিত রেলক্রসিং ও গেটম্যানের পর্যাপ্ত জনবল সংকটের কারণে প্রায় প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। নিকটাত্মীয় ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে নিঃস্ব ও দিশাহারা হয়ে যাচ্ছে অনেক পরিবার। এই মৃত্যুরোধে অটোমেটিক রেলক্রসিং ‘সুরক্ষা প্রজেক্ট’র মাধ্যমে নতুন পরিকল্পনা তৈরি ও উপস্থাপন করে সবার নজর কেড়েছে বিজ্ঞান মেলায় দিনাজপুরের খানসামার গোয়ালডিহি ইউপির নলবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিথিলা আক্তার, আনিকা আক্তার, জীবন রায়, প্রিয়তোষ রায়, বৃষ্টি রায়, রিয়া বিশ্বাস প্রমুখ।
মঙ্গলবার শেষ দিনেও দিনাজপুরের খানাসামা উপজেলা চত্বরে খানসামা উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত বিজ্ঞান মেলার এই স্টল সাধার মানুষের নজর কেড়েছে। ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রদর্শনের জন্য এই মেলায় অংশ নেয়। মেলার অটোমেটিক রেলক্রসিং ‘সুরক্ষা প্রজেক্ট’ প্রদর্শন করে উপজেলার নলবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অটোমেটিক রেলক্রসিং প্রজেক্ট উপস্থাপনকারী শিক্ষার্থী রিয়া বিশ্বাস পায়েল বলেন, সম্প্রতি রেলক্রসিংয়ে প্রায় প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। এ মৃত্যু কীভাবে বন্ধ করা যায়, সেই লক্ষ্যেই এই প্রজেক্ট। এই প্রজেক্ট সরকারিভাবে বাস্তবায়িত করা হলে আমরা আশা করি, মৃত্যুর হার অনেক কমে যাবে। পায়েল জানায়, সি++ প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে সেন্সরের সহায়তায় এই অরক্ষিত রেলক্রসিং নিয়ন্ত্রিত হবে। এতে স্বয়ংক্রিয়ভাবে অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান ছাড়াই বন্ধ ও খুলবে এবং সাইরেনও বাজবে।