বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)'র নবনির্বাচিত কমিটির (২০২৫) দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান আজ মঙ্গলবার ক্র্যাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সদ্য বিদায়ী কমিটি (২০২৪) আনুষ্ঠানিকভাবে নতুন কমিটিকে (২০২৫) ফুল দিয়ে বরণ করে নেয়।
নতুন কমিটির সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ তাদের শুভেচ্ছা বক্তব্যে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। বিদায়ী কমিটির সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নতুন কমিটির প্রতি তাদের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে ক্র্যাবের সাবেক সভাপতি এস এম আবুল হোসেন, মধুসূদন মন্ডল, আবুল খায়ের, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং ক্র্যাবের সাবেক সভাপতি আবু সালেহ আকনসহ সিনিয়র সদস্যরা নবনির্বাচিত কমিটির প্রতি অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন। বক্তারা ক্র্যাবের ঐতিহ্যবাহী সৌহার্দ্য ও সংহতি ধরে রেখে নতুন কমিটির নেতৃত্বে আরও সমৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
বিদায়ী কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহীন আব্দুল বারী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান, অর্থ সম্পাদক হররাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, আইন ও কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, নির্বাহী সদস্য আলী আজম এবং দাউদ খান।
নবনির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, নির্বাহী সদস্য জিয়া খান, ইমরান রহমান এবং মোহাম্মদ জাকারিয়া।
বক্তারা নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, ক্র্যাবের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য জুনিয়র এবং সিনিয়র সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। অতীতের ঐতিহ্যকে ধারণ করে নতুন কমিটি কার্যক্রম পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবাই।
রিফাত