ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

স্বেচ্ছাসেবক দলের কর্মীর মৃত্যুর ঘটনায় চার আসামী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ১৮:৫৪, ১৪ জানুয়ারি ২০২৫

স্বেচ্ছাসেবক দলের কর্মীর মৃত্যুর ঘটনায় চার আসামী গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই স্টেডিয়ামে অন্ধ কল্যাণ সমিতির বাণিজ্য মেলায় কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় জাহেদ হোসেন মুন্না নামের স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহতের ঘটনায় মীরসরাই পৌর যুবদলের আহ্বায়কসহ চার জনকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ।

আটককৃত আসামিরা হলেন মীরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান (৩৭), মো. নাজমুস সাকিব মারুফ (২২), মো. শাহ আলম (৪৭) ও মো. আরমান (২৬)। আইনশৃঙ্খলা অবনতির কারণে মীরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলা বন্ধ ঘোষনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 


জানা গেছে, সোমবার সন্ধ্যায় মীরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইনের অনুসারীদের সঙ্গে পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাত ১০টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হোসাইনের বাড়ি এবং তার অনুসারীদের ওপর হামলা চালায়। হামলায় মীরসরাই পৌরসভার ৬ নং ওয়ার্ডের আবদুল মান্নান মোতালেবের ছেলে স্বেচ্ছাসেবক দলের কর্মী জাহিদ হোসেন মুন্না নিহত হন। নিহত মুন্নার স্ত্রী সুমি আক্তার (১৯) আট মাসের অন্ত:সত্ত্বা ছিলেন। 


মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, হত্যার ঘটনায় নিহত মুন্নার স্ত্রীর বড় ভাই আরাফাত হোসেন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার সাথে সম্পৃক্ত মীরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানসহ ৪জন আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জাফরান

×