ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

শিক্ষার্থীদের রাজাকার বলা শিক্ষকের অপসরণের দাবী

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট 

প্রকাশিত: ১৮:১২, ১৪ জানুয়ারি ২০২৫

শিক্ষার্থীদের রাজাকার বলা শিক্ষকের অপসরণের দাবী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার বলা শিক্ষকের অপসরণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

মঙ্গলবার সকালে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। 

জানা যায়, সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার পুত্র বলে গালি দেয় ওই বিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের সহকারী শিক্ষক কামরুজ্জামান। তখন ছাত্রদের তোপের মুখে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন কর্তৃপক্ষ। পরবর্তীতে মঙ্গলবার  ( ১৪জানুয়ারী) ওই শিক্ষক পুনরায় বিদ্যালয়ে এসে ক্লাস নেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তার ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষক কামরুজ্জামানকে বিদ্যালয় থেকে অপসারণের দাবী জানান। এ ব্যাপারে বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত শিক্ষক কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করেন নি। 

রাজু

×