ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

কালকিনির সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন গ্রেপ্তার

মো. জাফরুল হাসান, কালকিনি

প্রকাশিত: ১৭:৫২, ১৪ জানুয়ারি ২০২৫

কালকিনির সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রাজধানীর পল্টন থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন জেলা  প্রশাসন। 

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকে গ্রেপ্তারকৃত সাবেক মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন হাওলাদার আত্মগোপনে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে রাজধানীর পল্টন থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক অবস্থায় ওই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান বলেন, সাবেক মেয়রকে ঢাকায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

রাজু

×