ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

হবিগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক 

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ১৬:২৭, ১৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:১৩, ১৪ জানুয়ারি ২০২৫

হবিগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক 

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে ব্যাংকের হবিগঞ্জ শাখা,কোর্ট স্টেশন রোড উপ-শাখা, পুরান মুন্সেফী রোড উপ-শাখা, উমেদনগর শিল্প এলাকা উপ-শাখার পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক সুদীপ ব্যানার্জি।

প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক দেশ রূপান্তর এর হবিগঞ্জ প্রতিনিধি শোয়েব চৌধুরী, রামকৃষ্ণ আশ্রম ও  রামকৃষ্ণ মিশন সেবা সমিতি এর অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

বক্তব্য রাখেন অব: সরকারি কর্মকর্তা মো: আলীম উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মো: আব্দুল মমিন, মো: আকবর হোসেন, প্রমুখ। উপস্থিত ছিলেন উমেদনগর শিল্প এলাকা উপশাখার ইনচার্জ জয় রায়, পুরান মুন্সেফ উপ- শাখার ইনচার্জ কানিজ ফাতেমা,  অনুষ্ঠান সঞ্চালনা করেন কোর্ট স্টেশন রোড  উপশাখার অফিসার ইনচার্জ হরিদাস চক্রবর্তী পংকজ।

বক্তারা বলেন, আইএফআইসি ব্যাংক সামাজিক কর্মসূচির আওতায় শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আগামীতেও ব্যাংকটি সকল সামাজিক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

স্বপ্না/ রাজু

×