ছবি : জনকণ্ঠ
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ পাঠ্যপুস্তক থেকে “আদিবাসী শব্দ” সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ। মঙ্গলবার সকালে শহরের মধুপুরস্থ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা। লিখিত বক্তব্যে তিনি বলেন বিগত ১২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু উগ্র ও মৌলবাদী ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে এনসিটিবি নবম-দশম শ্রেণির বাংলা ২য় পত্রের অনলাইন ভার্সন থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করে, যা একটি বৈষম্যহীন দেশের জন্য কাম্য নয়। সংবাদ সম্মেলনে তারা এই গ্রাফিতি যুক্ত করার দাবি জানান। একই সাথে বাংলাদেশের সকল আদিবাসীদের , আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় চাকমা, সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা, সরকারি মহিলা কলেজের সভাপতি রীতি চাকমা ও সাধারণ সম্পাদক লিলি চাকমা প্রমুখ।
JF