সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার।
সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার মারা গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।
সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর বার রাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পুরনজিত। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মরদেহ মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে রাখা হবে। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তার প্রতি শ্রদ্ধা জানাতে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে।
ড. পুরনজিত মহালদার রাবির সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পদত্যাগ করেন।
সায়মা ইসলাম