ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

দুর্বৃত্তের ছোঁড়া রাবার বুলেটে শিক্ষার্থী আহত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি

প্রকাশিত: ১০:০৬, ১৪ জানুয়ারি ২০২৫

দুর্বৃত্তের ছোঁড়া রাবার বুলেটে শিক্ষার্থী আহত

ছবি - জনকণ্ঠ

খাগড়াছড়ির মানিকছড়িতে দূর্বৃত্তের ছোঁড়া রাবার বুলেটে  মো. রাশেদুল ইসলাম (১৬) আহত হয়েছে। সে মানিকছড়ির স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মানিকছড়ি বাজার মসজিদ এলাকার গোদারপাড়ে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকছড়ি বাজার মসজিদ সংলগ্ন রাজার গোদার পাড়ে বড় ভাই তানভীর ও রাশেদুল ইসলাম বসে মোবাইলে ব্যস্ত ছিল। বসে থাকা অবস্থায় হঠাৎ দুর্বৃত্তের ছোড়া রাবার বুলেটটি তার বড় ভাই তানভীরের গা ঘেঁষে তার পায়ে লাগে। ঘটনার সাথে সাথে তাকে স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, বসে থাকা অবস্থা কে বা কারা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়েছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। তবে অনুসন্ধানের চেষ্টা চলছে।

মনিষা মিম

×