ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

সড়ক থেকে তুলে নিয়ে দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:২৮, ১৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ০১:৩৭, ১৪ জানুয়ারি ২০২৫

সড়ক থেকে তুলে নিয়ে দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

ছবি: প্রতীকী

কুমিল্লায় দুই নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মহসিন ও খোকন মিয়াসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে।

 সোমবার (১৩ জানুয়ারি) ঘটনার চারদিন পর অভিযোগ দিতে জেলার নাঙ্গলকোট থানায় সশরীরে থানায় হাজির হন ভুক্তভোগী দুই নারী।

ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ থেকে জানা গেছে, কুমিল্লা শহরে একটি বাসায় ভাড়া থাকেন তারা দুই বান্ধবী। সম্প্রতি শহিদ নামে এক যুবকের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভুক্তভোগীদের একজনের। গত ৯ জানুয়ারি দুপুরে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নে তারা দুই বন্ধবী মিলে শহিদের সঙ্গে দেখা করতে যান। এসময় স্থানীয় মো. মহসিন ও খোকন মিয়াসহ ৭-৮ জন ব্যক্তি সড়ক থেকে তাদের জোর করে খোকনের সমিলে তুলে নিয়ে যায়। সেখানে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদেরকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখে। সেই সঙ্গে কাউকে বললে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ কারণে অভিযোগ দায়ের করতে তাদের দেরি হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মো. মহসিন ও খোকন মিয়াকে একাধিকবার ফোন করলেও তাদের মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মহসিনের বাবা রঞ্জু মিয়া বলেন, ‘যড়যন্ত্র করে আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। এর আগেও তার বিরুদ্ধে অনেক যড়যন্ত্র করা হয়েছে।’

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ‘ভুক্তভোগী দুই নারীর অভিযোগ সূত্রে বিষয়টি জেনেছি। তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ বেরিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

শহীদ

×