ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

বিএসএফ চোখ রাঙানি দিলে আমরাও প্রস্তত আছি

প্রকাশিত: ২৩:০০, ১৩ জানুয়ারি ২০২৫

বিএসএফ চোখ রাঙানি দিলে আমরাও প্রস্তত আছি

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৫০ গজের আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে সীমান্তের অনেক কাছাকাছি তারকাটা বেড়া দিতে চেয়েছে। এই ঘটনায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এবং স্থানীয়রা একসাথে প্রতিরোধ গড়ে তোলে। 

এই ঘটনায় দেখা গেছে এক গ্রামবাসী রামদা নিয়ে সরিষা ক্ষেতের পাশে বসে আছে বিজিবির সাথে। জানা গেছে তার নাম বাবলু, হলুদের ব্যবসা করেন তিনি। সেদিনের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি জানান, তাঁরা যদি হামলা করতে আসতে চায়, তাহলে আমরা প্রস্তুত ছিলাম। দেশের এক টুকরো মাটির প্রতিও যদি ভারত চোখ রাঙানি দেয়, তার জবাব দেয়ার জন্য আমরাও প্রস্তত। 

তিনি আরও জানান, আমি এখানে হলুদের ব্যবসা করি। পরে শুনলাম লোকজনের অনেক ভিড় এখানে। বিএসএফ বেড়া দিতে চাচ্ছে শুনেই বাড়ি থেকে আসলাম। এসে দেখি খুবই ভয়াবহ অবস্থা। বিজিবি থেকে আমাদের বললো কিছু লোকজন আনাও, ২-৩টা কোদাল আনার ব্যবস্থা করো। এগুলি আনার পর মাটি খুরলাম আমরাও। বিজিবির সাথে আমরাও একইসাথে প্রস্তুত ছিলাম। 

তিনি আরো জানান, বিএসএফ নিয়ম ভঙ্গ করে ১৫০ গজ দূরত্ব বজায় না রেখে মাত্র ৩০-৪০ গজের ভেতরে তারকাটা বেড়া দিয়েছে। বিজিবি এবং স্থানীয়দের বাধার মুখে বর্তমানে সেখানে উত্তেজনা কিছুটা শান্ত হলেও থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা যদি জানতে পারি, তারা তারকাটা দিচ্ছে, তাহলে আমরাও বাধা দিতে প্রস্তুত। দেশ রক্ষা করার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত।

 

সূত্রঃ https://youtu.be/27ds4pXC7Vg?si=HyRVSur7VFNLHocQ

রিফাত

×