ছবি : সংগৃহীত
অভিযান ০১:
আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নেতৃত্বে মেঢাবিবি-৫, ধানমণ্ডি এর আওতাধীন কামরাঙ্গীরচর এলাকায় তিতাস গ্যাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অভিযানে ঝাউলাহাটি এলাকার মিথিলা এন্টারপ্রাইজ, সোহান এন্টারপ্রাইজসহ দুটি নামবিহীন খানাডুলি কারখানার ৩০০ সিএফটির ৪টি বার বার্নার, ৪৫০ সিএফটির ২টি বার বার্নার এবং ৬০০ সিএফটির ২টি বার বার্নারের অবৈধ লাইন কিলিং করা হয়েছে। এসময় ১টা বুস্টার ও ১২৩ ফুট পাইপ জব্দ করা হয়েছে।
এছাড়া তিনটি বিল্ডিং-এর অবৈধ আবাসিক সংযোগ এবং একটি আবাসিক সংযোগ বাণিজ্যিকভাবে ব্যবহারের কারণে বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় ২টি চুলার স্ট্যান্ড, ২টি ডাবল বার্নার, ৭ ফুট পাইপ ও ৪টা রেগুলেটরও জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসন, ঢাকাকে অবহিত রেখে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে না পাওয়ায় তাৎক্ষণিক কোনোরূপ দণ্ড আরোপ করা যায়নি।
অভিযান ০২:
আবিবি-নরসিংদীর তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ এর নেতৃত্বে ছোট রামচন্দ্রী, আলগী, খোসপাড়া, নূরালাপুর, মাধবদী, নরসিংদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানে ৩০০ জন অবৈধ গ্রাহকের ৩০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং প্রায় ১২০০ ফুট ১" এবং ৩/৪" পাইপ ও প্রায় ২,০০০ ফুট হোস পাইপ উচ্ছেদ করা হয়েছে। অবৈধ সংযোগ ব্যবহারের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে একজন গ্রাহককে ২০,০০০(বিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য ইতিপূর্বে একই এলাকায় ০৪ (চার) বার মোবাইল কোর্টে পরিচালনা করা হয়েছে।
অভিযান ০৩:
আজ তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে অংশ হিসেবে ঢাকা মেট্রো গুলশান কার্যালয়ের একটি বিশেষ টিম উত্তরা আব্দুল্লাহপুর ব্রিজের ঢালে আল্লাহর দান হোটেল নামে একটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
স্বপ্না চক্রবর্তী/মো. মহিউদ্দিন