বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাখরকাঠি এস এম বি ব্রিক ফিল্ডে ১১ জানুয়ারি ইট তৈরির জন্য অবৈধভাবে কেটে আনা ঝুকিপূর্ণ মাটির স্তূপের নিচে চাপা পড়ে রবিউল নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
ইটভাটা মালিক পক্ষের বিরুদ্ধে মৃত রবিউলের লাশ গুম করার অভিযোগে মালিক সহিদ, জাকির মাঝি ও ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে (১২ জানুয়ারি) বাকেরগঞ্জে থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানান, গত শনিবার ( ১১ জানুয়ারি)ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে এস এম বি ব্রিক ফিল্ডে মালিক পক্ষের দায়িত্ব অবহেলায় ঝুকিপূর্ণ মাটির স্তূপে শ্রমিক দিয়ে ইট তৈরির কাজ করালে মাটি ধসে পড়ে ইটভাটা শ্রমিক রবিউল আহত হয়। শ্রমিকরা জানান গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী খেজুরতলা ইসলামিয়া ক্লিনিকে চিকিৎসার জন্য নেয়া হয়। ইসলামিয়া ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক রবিউলকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য বলেন। পথেই রবিউলের মৃত্যু হয়।
ইটভাটা মালিক এ ঘটনার তথ্য গোপন করে রবিউলের লাশ তাৎক্ষণিক তার নিজগ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কালিবাড়ি ইউনিয়নের বাটরা গ্রামে পাঠিয়ে দেয়। নিহত রবিউল (৩২) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কালিবাড়ি ইউনিয়নের বাটরা গ্রামের দিন ইসলামের ছেলে ।
বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম গনমাধ্যমকে জানান, রঙ্গশ্রী ইউনিয়নের বাখরকাঠী এস এম ব্রিক ফিল্ডের মালিক পক্ষ ঝুকিপূর্ণ মাটির স্তূপে শ্রমিক দিয় ইট তৈরির কাজ করায়। এ সময় মাটি চাপায় শ্রমিক রবিউলের মৃত্যু হয় ও লাশ গুমের ঘটনায় ইটভাটার মালিক সহিদ ও জাকির সহ চারজনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও লাশ গুম করার অভিযোগে বাকেরগঞ্জ থানায় ৩০৪-ক/ ২০১ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা হয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি আসামিদের গ্রেপ্তার জন্য অভিযান চলমান আছে।
রিফাত