ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

পাকশীতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতির হুঁশিয়ারি 

স্টাফ রির্পোটার, ঈশ্বরদী।

প্রকাশিত: ১৯:৩৮, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:৩৪, ১৩ জানুয়ারি ২০২৫

পাকশীতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতির হুঁশিয়ারি 

প্রতীকী ছবি

আগামী ২৭ জানুয়ারির মধ্যে দাবি পুরণ না হলে ২৮ তারিখ থেকে সারাদেশে রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি ঘোষনা করেছেন। মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদান না করায়,সোমবার দুপুরে পাকশী রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় চত্বরে বিক্ষোভ শেষে আয়োজকরা এই কর্মবিরতির ঘোষনা দেন।  

এর আগে পাকশী বিভাগীয় রেলওয়ের আমতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা  হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় ব্যবস্থাপকের অফিস  চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় রানিং স্টাফ কর্মচারিরা আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম ঘোষনা করেন।

বিক্ষুব্ধ রেলওয়ের ট্রেন চালক, গার্ড, এলএম,এএলএম ও টিটি দের মধ্যে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ঈশ্বরদী শাখার দপ্তর সম্পাদক শাহিদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, রেলওয়ে গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সম্পাদক আফজাল হোসেন, রানিং স্টাফ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সানোয়ার হোসেন, পাকশী বিভাগের আহবায়ক রবিউল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, রেলওয়ে শ্রমিক কর্মচারী দল ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়ন। 

এ ছাড়া ও আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল, রেলওয়ে রানিং ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঈশ্বরদী শাখার সম্পাদক রবিউল ইসলাম, রাজবাড়ির সম্পাদক শফিকুর রহমান খাঁন, খুলনা শাখার সম্পাদক শিকদার জুলফিকার আল মামুন, রাজশাহীর সভাপতি আসাদুজ্জামান, গার্ডস কাউন্সিল ঈশ্বরদী শাখার সম্পাদক কে, এস, ইকবাল মাহমুদ, টিটিই এসোসিয়েশন ঈশ্বরদী শাখার সম্পাদক আকরামুল হক, রেলওয়ে গার্ডস কাউন্সিল রাজবাড়ির সভাপতি ওহিদুল আলম, সম্পাদক রেজাউল ইসলাম, রেলওয়ে শ্রমিকদল পাকশী শাখার সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সুমন আলী প্রমুখ।  

তারা বলেন,আগামী ২৭ তারিখের মধ্যে দাবি মেনে না নেয়া হলে, ২৮ তারিখ সকাল থেকে কর্মবিরতি শুরু হবে। এতে পশ্চিমাঞ্চল রেলওয়ে আওতায় সকল ট্রেন  চলাচল বন্ধ হয়ে যাবে। পরে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের মাধ্যমে রেলমন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রধান করা হয়। এসময় ট্রেনের চাঁকা ঘুরবে না, রেলগাড়ি চলবে না বলে স্লোগান দেওয়া হয়,বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপকের কার্য্যলয়ের সামনে।  

বক্তারা আরও বলেন, রেলওয়ে রানিং স্টাফদের পার্ট অব পে মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে ০৩/১১/২০২১ হতে অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতি প্রত্যাহার এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২ এবং ১৩ নং শর্ত বাতিল করে রেলওয়ে কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারীর দাবী জানান। সমাবেশ শেষে সমাবেশকারীরা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজিববিল্লাহর কাছে স্মারকলিপি পেশ করেন। 

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) গৌতম কুমার কুন্ডু জানান, রানিং স্টাফ কর্মচারীরা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) বরাবর তাদের দাবী সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছেন। আমি সেটা গ্রহন করেছি। আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। আশা করি রেলপথ মন্ত্রণালয়ের ঊদ্ধর্তণ কর্মকর্তারা একটা সমাধানের পথ বের করার চেষ্টা করবেন। 

উল্লেখ্য, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ১০৮ টি ট্রেন চলাচল করে। তার মধ্যে আন্তঃনগর ৫৪ টি, মেইল ৩৫ লোকাল ১৯ এবং মালবাহী ট্রেন চলাচল করে। ২৮ তারিখ হতে কর্মবিরতি শুরু হলে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় সকল ট্রেন  চলাচল বন্ধ হয়ে যাবে। এতে ব্যাপক শিডিউল বিপর্যয় ঘটলেও আয়োজকরা দায়ভার গ্রহণ করবেন না

রাসেল

সম্পর্কিত বিষয়:

×