ছবি : সংগৃহীত
মাদারীপুরে নেশার টাকা না পাওয়ার কারণে বউ এবং শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে কাওছার সরদার নামের এক যুবকের বিরুদ্ধে। রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষীপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুত্রে জানা যায়, ৩ বছর আগে রাস্তি ইউনিয়নের নুর ইসলামের ছেলে কাওছার সরদারের ছেলের ২য় বিয়ে হয় একই এলাকার বিউটি আক্তারের সাথে। বিয়ের ১ বছর পরে বিউটি আক্তার চলে যায় ওমানে, সেখানে থাকা অবস্থায় প্রতিমাসে টাকা পাঠাতো কাওছারের কাছে। এর পরে বিউটি আক্তার দেশে চলে আসার পরে প্রতিনিয়ত টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে তার স্বামী। টাকা দিতে অস্বীকৃতি জানালে রবিবার রাতে তার স্বামী বিউটিকে মারতে আসলে শাশুড়ি বাধা দেয়। শাশুড়ি বাধা দিলে তাকেও মেরে রক্তাক্ত করা হয়। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা দেওয়া হয়।
বিউটি আক্তার বলেন, আমার স্বামী একটা নেশাখোর। সে দুইটা বিয়ে করেছে। সে টাকার জন্য সব সময় আমাকে মারধর করে। আমার মা ফিরাতে আসলে আমার মাকেও মেরে রক্তাক্ত করে ফেলেছে। আমি এর বিচার চাই।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বউ ও শাশুড়ির উপর হামলার ঘটনার লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুবল বিশ্বাস/মো. মহিউদ্দিন