ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

গেস্টরুম সংস্কৃতির বিরুদ্ধে ও ডাকসুর রোডম্যাপের দাবিতে ঢাবিতে অবস্থান

প্রকাশিত: ১৮:৫৫, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:০২, ১৩ জানুয়ারি ২০২৫

গেস্টরুম সংস্কৃতির বিরুদ্ধে ও ডাকসুর রোডম্যাপের দাবিতে ঢাবিতে অবস্থান

গেস্টরুম সংস্কৃতির বিরুদ্ধে এবং দ্রুত ডাকসুর রোডম্যাপের দাবিতে আজ ১৩ জানুয়ারি সোমবার সন্ধ্যা থেকে অবস্থান কর্মসূচি শুরু করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী সন্ধ্যা সাড়ে ছয়টায় জনকণ্ঠকে জানিয়েছেন , আজ সন্ধ্যা ৭টায় ভিসি চত্ত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ডাকসুর রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করবেন।  

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। এরপর ৫ বছর ধরে কোনো নির্বাচন নেই। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ডাকসু নির্বাচনের দাবি উঠে শিক্ষার্থীদের পক্ষ থেকে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে ছাত্রশিবির, বামপন্থী ছাত্রসংগঠনগুলোও দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন চায়। এ ক্ষেত্রে বাদ পড়ে জাতীয়তাবাদী ছাত্রদল। এ নিয়ে ছাত্রদলের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীরা।ছাত্রদলের দাবি, আগে খুনি হাসিনার বিচার তারপর ডাকসু নির্বাচন।

রিফাত

×