ছবি : জনকণ্ঠ
ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪’শ মন অবৈধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার কোস্ট গার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তারা জানান, রবিবার বিকাল থেকে রাত ১১ টা পর্যন্ত ভোলা সদরের তেঁতুলিয়া নদীতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ভোলার তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া লঞ্চ ঘাট, ফেরিঘাট ও খেয়াঘাট সংলগ্ন এলাকা হতে এসব জাটকা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
JF