ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

প্রকাশিত: ০৯:৩৩, ১৩ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

প্রতিকী ছবি

কুষ্টিয়ায় মাংস বিক্রির পাওনা টাকা চাওয়ায় এক যুবককে ছুরিকাঘাতে খুন করে করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আল আমিন (২২)। এ ঘটনায় লিটন সরদার নামে আরও এক যুবক আহত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার পশ্চিম রানাখড়িয়া গ্রামের চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আল আমিন ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। 

নিহত আল আমিনের স্বজনেরা জানান, আল আমিন ও তার বাবা রবিউল ইসলাম ওই এলাকায় মাংসের ব্যবসা করতেন। একই এলাকার আসাদুলের কাছে বেশ কিছুদিন আগের মাংস বিক্রির ২০ হাজার টাকা পাওয়া ছিল রবিউলের। কিন্তু আসাদুল টাকা পরিশোধ না করে তালবাহানা করছিলেন।

রবিবার বিকেলে রবিউল আসাদুলের কাছে টাকা চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়। এর জের ধরে সন্ধ্যার পর আসাদুল এবং তার দুই ছেলে আকুল ও আকাশ কয়েকজনকে সাথে নিয়ে চাঁদ মার্কেটে এসে রবিউলের ওপর হামলা চালায়। এসময় আল আমিন ও লিটন সরদার প্রতিবাদ করলে আকুল ও আকাশ তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আল আমিন ও লিটনকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। একই এলাকার রুনু সরদারের ছেলে আহত লিটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

JF

×