বাংলা বিভাগের শিক্ষার্থী তনুশ্রী হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী তনুশ্রী হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হত্যাকারীর ফাঁসির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন, পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান করেন। এ সময় শিক্ষার্থীরা তুনশ্রী রায় হত্যায় সাত দফা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। এর পর মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের গালমন্দ ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে কলেজ ছাত্রী তনুশ্রী রায় (২১) নামের এক নববিবাহিত (বিয়ের তিন মাসের মধ্যে) গৃহবধূ ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।