ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২০:৩৭, ১২ জানুয়ারি ২০২৫

গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

টরকী বন্দরে তোহা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে বসার জন্য হাট-বাজারে সংরক্ষিত খালি জায়গা (তোহা বাজার) দীর্ঘদিন ধরে দখল করে আটটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল স্থানীয় পৌর কর্তৃপক্ষ। অবশেষে রবিবার দুপুরে দখলকৃত তোহা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী পৌরসভার ঐতিহ্যবাহী টরকী বন্দরের।
তথ্যের সত্যতা নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন। উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে গৌরনদী মডেল থানার এসআই মো. মজিবর রহমান, টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান ও সাধারণ সম্পাদক চঞ্চল মাঝি উপস্থিত ছিলেন।

×