ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

বাঞ্ছারামপুরে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

সোহাইল আহ‌মেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবা‌ড়িয়া।

প্রকাশিত: ২০:০১, ১২ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:২৯, ১২ জানুয়ারি ২০২৫

বাঞ্ছারামপুরে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ছবিঃ সংগৃহীত

অবৈধ বালু ভরাট,টাকা আত্মসাৎ ,আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে কোটি টাকা আয়, ছোট তাজ মিয়ার আলাদিনের চেরাগ শিরোনামে গতকাল (১২ জানুয়ারি) সংবাদ প্রকাশের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি মোল্লা মো: নাসির আহ‌মেদ এবং সাংবাদিক ফয়সল আহমেদ খান, দৈ‌নিক খোলা কাগজ ( সহসভাপতি, বাঞ্ছারামপুর প্রেসক্লাব) দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা উপজেলার উজানচর ইউনিয়নের তাজুল ইসলাম (ছোট তাজ)।

এ ঘটনায় তারা আজ (১২ জানুয়ারি ) থানায় হাজির হয়ে ভিন্ন ভিন্ন ভাবে দুটি জি‌ডি ক‌রেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার  ওসি মোরশেদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন ছোট তাজ মিয়ার নামে আগেও আরো কয়েকটি মামলা রয়েছে। কিন্তু, তিনি বিদেশে পলাতক।

হত্যার হুমকি,ফেসবুকে আপত্তিকর ছবি পোষ্ট, সাংবাদিকতা শিখিয়ে দেয়ার হুমকি সহ বিভিন্ন অভিযোগে দুটি জি‌ডি  করা হয় ছোট তাজের বিরুদ্ধে। জি‌ডি নং ৫৬০ ও ৫০৬১ জি‌ডি সূত্রে জানা যায়, রবিবার প্রকাশিত "আলাদীনের চেরাগ পেয়ে কোটিপতি ছোট তাজ"
প্রকাশের পর বিদেশ হতে নানা মাধ্যমে অনবরত হুমকি দেয় ছোট তাজ।

জেআই

×