ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

র‍্যাবের অভিযানে দুই ছিনতাইকারী আটক!

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, কিশোরগঞ্জ। 

প্রকাশিত: ১৪:০০, ১২ জানুয়ারি ২০২৫

র‍্যাবের অভিযানে দুই ছিনতাইকারী আটক!

রবিবার সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জের ভৈরবপুর এলাকায় ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবপুর উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা এই দুই অপরাধীকে গ্রেপ্তার করে।

আটককৃত ব্যক্তিরা হলেন মো. জুম্মান মিয়া (২২), পিতা মো. সাজিদ মিয়া, এবং মো. রবিন মিয়া (৩৭), পিতা মৃত খলিলুর রহমান। উভয়ের বাড়ি ভৈরবপুর উত্তরপাড়া, ভৈরব, কিশোরগঞ্জ।

আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা র‍্যাবের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এলাকাকে অপরাধমুক্ত রাখতে আরও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

আফরোজা

×