ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

গরু চুরি করে বিএনপি নেতার ভুরিভোজ আয়োজন

প্রকাশিত: ১২:৩৬, ১২ জানুয়ারি ২০২৫

গরু চুরি করে বিএনপি নেতার ভুরিভোজ আয়োজন

ছবিঃ সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে গরু চুরি করে ভূরিভোজ আয়োজনের অভিযোগে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ওরফে মুক্তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে মাহমুদুল হাসান তাঁর বাড়িতে ভূরিভোজের আয়োজন করেন। ওই ভোজের জন্য শুক্রবার রাতে লোকজন দিয়ে দক্ষিণ খামার মাগুরা এলাকার কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করান। ভোরে গরু চুরির বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অনুসন্ধানে নেমে কয়ড়া বাজারের মাংস ব্যবসায়ী বজলুর কাছে গরুর মাথা ও চামড়া দেখতে পান। পরে এগুলো চুরি হওয়া গরুর বলে শনাক্ত করেন এফাজ মণ্ডল। 

মাংস ব্যবসায়ী বজলু জানান, মাহমুদুল হাসান ও যুবদল কর্মী সুমন মণ্ডল তাঁকে ওই গরুর মাংস কাটতে ডেকেছিলেন। উত্তেজিত জনতা এরপর মাহমুদুল হাসানের বাড়িতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ সেখানে যুবদল কর্মী সুমন ও মাংস ব্যবসায়ী বজলুকে আটক করে এবং গরুর মাথা, চামড়া ও কিছু মাংস জব্দ করে।

গরুর মালিক এফাজ মণ্ডল বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মাহমুদুল হাসানসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার দুই আসামি সুমন মণ্ডল ও বজলুকে গ্রেপ্তার দেখায়।

মাদারগঞ্জ থানার ওসি হাসান আল মামুন বলেন, অব্যাহতি পাওয়া নেতা চুরি করা গরু দিয়ে তাঁর কর্মীদের জন্য খাবারের আয়োজন করেন। ঘটনাস্থল থেকে হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খান স্বাক্ষরিত চিঠিতে মাহমুদুল হাসানকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাত দিনের মধ্যে তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঞ্জুর কাদের বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্রঃ https://youtu.be/-O9kRgKVbwI?si=7MmK_5phMqPsZSte

রিফাত

×